নতুন সড়ক আইনে রয়েছে সর্বোচ্চ শাস্তির


Bangladesh Road Transport Authority(BRTA) ৮০ দশকের পরে এবার ৭৯ বছরের সেই পুরনো আইনের ভিত্তিতে তৈরি মোটরযান অধ্যাদেশ বাতিল করে আগামীকাল শুক্রবার ১লা নভেম্বর থেকে সারা দেশে কার্যকর হতে যাচ্ছে আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)) এবং পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তারা বলেছেন, নতুন আইন কার্যকর করতে প্রস্ততি নেওয়া হচ্ছে ১লা নভেম্বর থেকে।জানা গেছে গত ২২ অক্টোবর
এই প্রজ্ঞপন জারি হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বলেছেন আইন কার্যকর করতে এবং এই অইন মেনে চলতে সবাইকে অনুরোধ করেছেন এবং এই আইন এর বিজ্ঞপ্তি প্রচার শুরু ও করেছেন।আর এই বিজ্ঞপ্তিতে একটি স্লোগান ও রযেছে।
‘আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’।
Bangladesh Road Transport Authority( BRTA)
Bangladesh Road Transport Authority( BRTA)
এই আইন এ বিধিমালা প্রণয়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি দল কাজ করছে।
Bangladesh Road Transport Authority( BRTA) নতুন আইনে যা করা হয়েছে তাহল বেপরোয়া এবং অবহেলায় গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত এবং কারো প্রানহানি হলে অপরাধীর এই আইন এ বিধিমালা সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে এই আইন বিধিমালা।আর ও বলা হয়েছে তদন্তে যদি দেখা যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে গাড়ি চালক বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাহলে দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হবে এবং গাড়ি চালকে সর্বোচ্চ সাজা হবে ফাঁসির আধেশ ও রয়েছে । তবে এটা তদন্ত করে এবং তথ্যের ওপর ভিত্তি করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্ধারণ করবে।
Bangladesh Road Transport Authority( BRTA) এই নতুন সড়ক আইন এ বিধিমালা শিক্ষানবিশ লাইসেন্স ছাড়া।যে কোনো লাইসেন্সের বিপরীতে ১২ পয়েন্ট দেওয়া থাকবে এবং কোন অইন অমান্য হলে গাড়ি চালালে পয়েন্ট কাটা যাবে চালকের।যেমনঃলালবাতি অমান্য, ওভারটেক, গতিসীমা অমান্য, বিপরীত দিক থেকে গাড়ি চালানো, ওজনসীমা লংঘন, নেশাগ্রস্ত হয়ে।যে অইনটি আগে ছিলনা।
Bangladesh Road Transport Authority( BRTA) এই নতুন সড়ক আইন এ বিধিমালায় বৈধ চালক ছাড়া নিয়োগ দেয়া যাবেনা এবং কোন চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে তাকে চালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।
ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।এবং এই অইন ছিলনা আগে শাস্তি ছিল চার মাসের কারাদণ্ড বা ৫০০ টাকা অর্থদণ্ড।
কর্তৃপক্ষ ছাড়া ড্রাইভিং লাইসেন্স তৈরি, প্রদান ও নবায়ন করলে শাস্তি অনধিক দুই বছর।এবং ৬ মাসের জেল বা ১ থেকে ৫ লাক্ষ টাকা জরিমানা হবে এবং এটা উভয়দণ্ডের বিধান রয়েছে।
আর কোন গাড়ি যদি নতুন আইনে মোতাবেক ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদ পেরোনো ফিটনেস সনদ ব্যবহার করে অনুপযোগী, ঝুঁকিপুর্ণ গাড়ি চালালে ছয় মাসের জেল বা অনধিক ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে।
সংক্ষেপেঃ-
নতুন আইনে সড়ক পরিবহন আইনে শাস্তি-জরিমানা-
Bangladesh Road Transport Authority( BRTA) অবহেলায় গাড়ি চালানোতে গুরুতর আহত বা প্রাণহানিতে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
১. উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড কোন ভাবে প্রমাণ হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
২. লেন ভঙ্গ ও হেলমেট ব্যবহার না করায় অনধিক ১০ হাজার টাকা জরিমানা বিধান ও রয়েছে।
৩. ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় ছয় মাসের জেল ও ২৫ হাজার টাকা বা উভয় দণ্ড বিধান ও রয়েছে।
৪. নিবন্ধন ছাড়া গাড়ি চালানোয় ছয় মাসের জেল বা ৫০ হাজার টাকা বা উভয় দণ্ড বিধান ও রয়েছে।
৫. ফিটনেসবিহীন গাড়ি চালানোয় ছয় মাসের জেল বা ২৫ হাজার টাকা বা উভয় দণ্ড বিধান ও রয়েছে।

Post a Comment

Previous Post Next Post