যে ঘটনা গুলো প্রতি মিনিটে ঘটছে ফেসবুকে

Facebook Tips Bangla: সাধারন ভাষায় বলতে গেলে বর্তমান সময়ে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হল ফেসবুক। আর এই ফেসবুক প্রতিদিন এর ব্যবহার সংখ্যা  প্রায় ৯৪ কোটির বেশী সক্রিয়।এবং এই ফেসবুক এ প্রতিদিন যুক্ত হচ্ছে বিপুল পরিমাণ ব্যবহারকারী এবং অ্যাকাউন্ট আর বিশেষ করে অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে সংযুক্ত হচ্ছে বিপুল ডাটা।আর বিশেষ করে প্রতিনিয়ত বা প্রতি মিনিটে ঘটছে তা হয়ত আমরা জানিনা।
তবে জেনে নেওয়া যাক কি ঘটছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুক এ। Facebook Tips Bangla.
১.প্রতি মিনিটে ফেসবুকে যুক্ত হচ্ছে ৫০০০ অ্যাকাউন্ট।এবং প্রয়োজনীয় ডাটা।
২.প্রতি মিনিটে ফেসবুকে আয় হয় প্রায় ১১,৭০০ ডলার।
৩.প্রতি মিনিটে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফেসবুক এর ছবি, ভিডিও এবং স্টেটাস শেয়ার হয় প্রায় ৪,৩৮৯,৮৩৫টি।
৪.ফেসবুকে প্রায় ১৪,৭৬৫টি App Install হয় ১ মিনিট এ
৫.ফেসবুকে গড়ে মিনিটে প্রায় ২.১ লাখ friend request সেন্ড  করা হয়।
৬..ফেসবুকে গড়ে প্রায় ৬.৫% অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে মিনিটে।
যে ঘটনা গুলো প্রতি মিনিটে ঘটছে ফেসবুকে
যে ঘটনা গুলো প্রতি মিনিটে ঘটছে ফেসবুকে
ফেসবুকে জীবিতদের চেয়ে মৃতদের অ্যাকাউন্ট বেশি থাকার কারণঃ Facebook Tips Bangla.
Facebook Tips Bangla: এই তথ্যটি প্রকাশ করল জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক।সাম্প্রতিক আনেকেই দেখতে পাবেন বা জানেন যে কোন ফেসবুক ব্যবহার কারি যদি মৃত্যু হয় তাহলে ব্যক্তির অ্যাকাউন্টে মৃত্যুর নটিফিকেশান দেখা যাবে। ফেসবুক গবেষণা চালিয়ে এই তথ্যটি পাওয়া গেছে।জানা যায় আগামী ২০৯৮ সালে মানে ৮২ বছর পর অ্যাকাউন্টে মৃত্যুর সংখ্যা বেশি থাকবে জীবিত থেকে।
Facebook Tips Bangla: আর এ পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাটা প্রায় ২.৫ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে।সাধারন ভাবে বলতে গেলে এই হারে যদি ফেসবুক অ্যাকাউন্ট বা ব্যবহারকারী বাড়তে থাকে তাহলে এর অবস্থান কোথায় গিয়ে দাড়াবে তা বলা খুব কঠিন।

Post a Comment

Previous Post Next Post