করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পূর্বাঞ্চলীয় রেলপথে অন্তত ২৫ জোড়া ট্রেন বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। গতকাল সোমবার এ প্রস্তাব করার পর আজ মঙ্গলবার থেকে চলছে না ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পথের ৩ নম্বর ও ৪ নম্বর কর্ণফুলী এক্সপ্রেস। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা-আখাউড়া- ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা পথের ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নম্বর তিতাস ট্রেন চলাচল। প্রস্তাবের মধ্যে ওই ছয়টি ট্রেনও ছিলো।

বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) এ এম এম শাহনেওয়াজ গতকাল সোমবার মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে সীমিত আকারে ট্রেন চালানোর প্রস্তাব করেন। এতে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, সিলেট-চট্টগ্রাম-সিলেট, ঢাকা-সিলেট-ঢাকা, চট্টগ্রাম-চাঁদপুর, লাকসাম-নোয়াখালী ও লাকসাম-চট্টগ্রাম, ঢাকা-আখাউড়া-নোয়াখালী, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-ময়মনসিংহ-জামালপুর-দেওয়ানগঞ্জ-তারাকান্দি-বঙ্গবন্ধুসেতু পূর্ব, ঢাকা-মোহনগঞ্জ পথের বেশি কিছু ট্রেন চলাচল বন্ধের প্রস্তাব করা হয়।

উল্লেখযোগ্য, ট্রেনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পথের সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা নিশিথা, মহানগর প্রভাতী ও গোধূলী, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম পথের বিজয় এক্সপ্রেস, চট্টগ্রাম-সিলেট পথের ৭১৯ নম্বর পাহাড়িকা ও ৭২৪ নম্বর উদয়ন এক্সপ্রেস, নোয়াখালী-ঢাকা পথের উপকূল এক্সপ্রেস, ঢাকা-সিলেট পথের পারাবত এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস ট্রেন চালু রাখার প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, লিজের মাধ্যমে এস.আর ট্রেডিং নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী এক্সপ্রেস ও তিতাস কমিউটার ট্রেন দুইটি পরিচালনা করে থাকে। ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে চলাচলকারী কর্ণফুলী এক্সপ্রেস (ডাউন) ট্রেনটি প্রতিদিন সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে সকাল সাড়ে দশটায় ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলী এক্সপ্রেস (আপ) ট্রেনটি যাত্রা করে। আর আখাউড়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-আখাউড়া রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন সকাল ৫টা ১৫ মিনিটে আখাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে সকাল ৯টা ৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে এই ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার পথে যাত্রা করে। এই ট্রেনটি আবারো ঢাকা থেকে বিকেল ৫টা ৪০ মিনিটে আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।   এ ব্যাপারে কর্ণফুলী এক্সপ্রেস ও তিতাস কমিউটার ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক মীর মো. শাহীন জানান, মঙ্গলবার সকালে ৩৩ নম্বর তিতাস কমিউটার ট্রেন আখাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়েনি। যাত্রীদের সুরক্ষায় ট্রেন দুইটির চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Post a Comment

Previous Post Next Post